Saturday 19 September 2015

বাস্তবতা

বাস্তবতা
শিমুল বড়ুয়া উনন
___________________________
কাহারো দুঃখ আমাকে ভাবায় না,
ভেবেই বা লাভ কি?
দু'চারটি নীতিবাক্য ছাড়া
কিই বা দিবো  আমি?
কাহারো সুখে আনন্দও পাইনা,
পেয়েই বা লাভ কি?
মনেমনে ভাবিছে সে
"সবি কিছু পাওয়ার চাতুরামি"
উপদেশ বাক্য খরচ করি না এখন,
করেই বা কাজ কি?
শুনিতেছে ঠিকই, দোলাইতেছে মাথাও
ভাবিতেছে সে, আমার চেয়ে কম কি?
উপদেশ লই না এখন আর,
নিয়েই বা লাভ কি?
আড়ালে তার শতানি
কিভাবে নিচে টানি রাখি
একা একা থাকি এখন
কাহারেও করিনা সম্মান,
আশাও করিনা পাওয়ার
ভন্ড সব চারিদিকে বর্তমান

No comments:

Post a Comment