Thursday 24 September 2015

মাফ করো
শিমুল বড়ুয়া
---------------------
-ভাই গরু কত দিয়ে কিনলেন?
-এক লক্ষ বিশহাজার দিয়ে,
দালালের কথা কি বলবেন?
সাত পাঁচ বলে ৩০ হাজার সাবাড়।
-আপনি তো মশায় সুজা বেহেস্তে-
আল্লাহ আমাদের কখন যে
তৌফিক দিবেন, আমিন!
-সবি আল্লাহর খেলা।
বেচেঁ থাকলে আগামী বছর
২ লাখ টাকার কোরবানী দেব।
(পিছন থেকে)
-বাবা, তিন ধরে পেট পুরে খেতে পারছিনা
দুইটা টাকা দিবেন?
-হায়! হায়! কি করলি
আমার এতো দামী শার্টে হাত দিলি?
আসলে এই ফকির গুলার-
কখনো  বিবেক হবে না।
দেখতেই পাচেছ পবিত্র মনে
কোরবানীর পশু কিনছি।
করেদিলতো অপবিত্র।
মাফ করো, অন্য কোথাও দেখ।

Saturday 19 September 2015

বাস্তবতা

বাস্তবতা
শিমুল বড়ুয়া উনন
___________________________
কাহারো দুঃখ আমাকে ভাবায় না,
ভেবেই বা লাভ কি?
দু'চারটি নীতিবাক্য ছাড়া
কিই বা দিবো  আমি?
কাহারো সুখে আনন্দও পাইনা,
পেয়েই বা লাভ কি?
মনেমনে ভাবিছে সে
"সবি কিছু পাওয়ার চাতুরামি"
উপদেশ বাক্য খরচ করি না এখন,
করেই বা কাজ কি?
শুনিতেছে ঠিকই, দোলাইতেছে মাথাও
ভাবিতেছে সে, আমার চেয়ে কম কি?
উপদেশ লই না এখন আর,
নিয়েই বা লাভ কি?
আড়ালে তার শতানি
কিভাবে নিচে টানি রাখি
একা একা থাকি এখন
কাহারেও করিনা সম্মান,
আশাও করিনা পাওয়ার
ভন্ড সব চারিদিকে বর্তমান

মানুষ নামের কলঙ্ক

মানুষ নামের কলঙ্ক
শিমুল বড়ুয়া উনন

বুঝে নাও নিজেকে
তুমিও তো মানুষ
তোমারও তো বিবেক বুদ্ধি আছে
ভেবে দেখ নিজ গুণে
ফেলে রাখ কে কি বলিলো পূবে
কিসে মঙ্গল কিসে অমঙ্গল
কিসে সুখ কিসে দুঃখ
যদি নাই বুঝ নিজ মনে
কে বলিবে মানুষ তোরে?
যদি বলে দিতে হয়
এটা ভালো, ওটা মন্দ
তাহলে তুই কিসের মানুষ
মানুষ নামের কলঙ্ক
যুক্তি যদি মাথায় না ঢুকে
মুক্তি তোর কিসে হবে
বিবেক যদি জেগে নাই ওটে
কেমনে মানুষ নাম তোর পিছে জুড়ে?