মানুষ নামের
কলঙ্ক
শিমুল বড়ুয়া উনন
তুমিও তো মানুষ
তোমারও তো বিবেক বুদ্ধি আছে
ভেবে দেখ নিজ গুণে
ফেলে রাখ কে কি বলিলো পূবে।
কিসে মঙ্গল কিসে অমঙ্গল
কিসে সুখ কিসে দুঃখ
যদি নাই বুঝ নিজ মনে
কে বলিবে মানুষ তোরে?
যদি বলে দিতে হয়
এটা ভালো, ওটা মন্দ
তাহলে তুই কিসের মানুষ
মানুষ নামের কলঙ্ক।
যুক্তি যদি মাথায় না ঢুকে
মুক্তি তোর কিসে হবে
বিবেক যদি জেগে নাই ওটে
কেমনে মানুষ নাম তোর পিছে জুড়ে?
শিমুল বড়ুয়া উনন
![]() |
বুঝে নাও নিজেকে
|
তোমারও তো বিবেক বুদ্ধি আছে
ভেবে দেখ নিজ গুণে
ফেলে রাখ কে কি বলিলো পূবে।
কিসে মঙ্গল কিসে অমঙ্গল
কিসে সুখ কিসে দুঃখ
যদি নাই বুঝ নিজ মনে
কে বলিবে মানুষ তোরে?
যদি বলে দিতে হয়
এটা ভালো, ওটা মন্দ
তাহলে তুই কিসের মানুষ
মানুষ নামের কলঙ্ক।
যুক্তি যদি মাথায় না ঢুকে
মুক্তি তোর কিসে হবে
বিবেক যদি জেগে নাই ওটে
কেমনে মানুষ নাম তোর পিছে জুড়ে?
No comments:
Post a Comment